ঝুলন দত্ত,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে দেশিয় তৈরী চোলাই মদ সহ একব্যক্তিকে আটক করা হয় গত বুধবার (৮ মে’) বিকেলে। আটককৃতের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেলের নির্দেশনায় কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে থানার এসআই রাজীব বড়ুয়া, এসআই দিপংকর কুমার শীল, এসআই স্বরুপ কান্তি পাল সঙ্গীয় সিপাহী পলি রানী, আসমা আক্তার ঘটনারদিন বিকেলে থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় অভিযান চালায়।
এসময় কশলার ডিপো এলাকার ৩ তলা বিল্ডিং সংলগ্ন রাস্তার উপর পাচারের অপেক্ষায় থাকা অবস্থায় ৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ মোঃ দিদার আলম(২২)কে আটক করা হয়। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার দায়ে তার বিরোদ্ধে মাদক আইনে কাপ্তাই থানায় একটি ৃাৃলা রুজু করা হয়ে। আটককৃত ব্যক্তিকে বৃহস্পতিবার (৯ মে’) রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে থানা সূত্র জানায়।