সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’-এ প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ (৯-১৫ মে) উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা তানিয়া বৃষ্টি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন নুর ই সজল, উজান চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন দপ্তরের কর্মচারী ও কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পুষ্টি বিষয়ে সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। শিশুদের বাইরের খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে তাছাড়া পুষ্টিকর খাবার মানেই দামি খাবার এ ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে পুষ্টিকর খাবার সম্পর্কে ধারণা দিতে হবে।