রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের (১০বীর) আয়োজনে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বশির আহমদ ও মনু মিয়া সরকারের তত্ত্বাবধায়নে নানিয়ারচর বাজারে অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন একদল দক্ষ ও চৌকশ সেনা সদস্য।
এসময় বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও উপজেলা অগ্নি নির্বাপক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে পার্বতাঞ্চলের বাজার সমূহে প্রায়শই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে নিকটস্থ সেনা ক্যাম্প ও জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে অগ্নি নির্বাপক মহড়া বা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে আদেশ দেয় ২৪পদাতিক ডিভিশন।
এরই ধারাবাহিতায় নানিয়ারচরে অদ্যকার আয়োজিত অগ্নি নির্বাপক মহড়া বা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে স্থানীয়দের মাঝে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি সংরক্ষণ করা এবং এর সঠিক ব্যবহার প্রদর্শন করা হয়।