• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত  কমলনগর উপজেলার আগামী দুই বছরের জন্য আমির হিসাবে নির্বাচিত হলেন মাওলানা আবুল খায়ের মোল্লাহাটে বিষাক্ত রাসায়নিক জেলি পুশকৃত চিংড়ি জব্দ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত মণিরামপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দীঘিনালায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৪৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে  বৃহস্পতিবার (২১ নভেম্বর)  সকাল সাড়ে ৯ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে  ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু হয়েছে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর উদ্বোধন করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক  ব্যপ্টিস্ট চার্চ সংঘের  পালক প্রধান  রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার।

২ দিনব্যাপি প্রশিক্ষণে  গ্রাম উন্নয়ন কমিটি, নারী উন্নয়ন দল  এবং কিশোরীরা সহ সর্বমোট ১ শত ৭০ জন  অংশ নিচ্ছেন।

পরে সকাল সাড়ে ১০ টায় দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, প্রান্তিক নারীদের নিয়ে দূর্গম অঞ্চলে চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের মাঠ পর্যায়ের কর্মীরা স্বাস্থ্য সেবা দোয়ারে দোয়ারে পৌঁছে দিচ্ছেন।
তিনি আরোও বলেন,  একসময় মাতৃমৃত্যু  ও শিশু মৃত্যুর হার বেশি ছিল। বর্তমানে সরকারি স্বাস্থ্য সেবা এবং এনজিও গুলোর কার্যক্রমে এই হার অনেকাংশে কমে গেছে। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল বছরের পর বছর ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর কম্প্রিহেনসিভ  হেলথ প্রোগামের সুপারভাইজার উসংবাই মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা  এবং  চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা এবং  কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
প্রশিক্ষণে  রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী মো: আতাউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন  কম্প্রিহেনসিভ  হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ