রাঙ্গামাটিতে কোন তদবির আর ঘোষ ছাড়াই মেধা ও নিজ যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন ১৪ জন তরুণ, ৩ জন তরুণী। সন্তানদেন চাকরির খুশিতে আবেগ ধরে রাখতে পারেনি অভিভাবকরা। সন্তুষ্টি প্রকাশ করেছেন সবাই। তারা অঙ্গীকার করেছেন দেশ ও মানুষের সেবায় কাজ করবে।
নিয়োগে অনিয়ম ঠেকাতে প্রথম থেকেই তৎপর ছিল জেলা পুলিশ। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শারীরিক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী ১৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। কারো কোনো তদবির বা পরিচয়ে নিয়োগ দেয়া হয়নি।
সদ্য নিয়োগ পাওয়া এক তরুণ পুলিশ বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরীক্ষায় অংশগ্রহণ করি। খুব সুন্দর ভাবে সততার সাথে এ নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। চাকরির জন্য কোন প্রতারণার শিকার হই নাই বা টাকা পয়সার লেনদেন করি নাই। নিজ যোগ্যতায় বাছাই পরিক্ষায় যোগ্য হিসেবে চাকরিটি পেয়েছি।
গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার নতুন পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন পুলিশ লাইন্সে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পরে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।