• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

নারী-শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: / ১০৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

 

নারী-শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জেলার আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইফা’র উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, রাঙামাটি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল আরেফিন।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, নারী-শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে মসজিদের ইমাম, আলেম-ওলামাগণ সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, মানুষ আপনাদেরকে সহজে আপন করে নেন ও আপনাদের কথা মূল্যায়ন করে। নারী-শিশু নির্যাতন, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতায় আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। আমি চাই আপনাদের এই ধারা অব্যাহত থাকবে।

মাওলানা শামসুল আরেফিন বলেন, ইসলামে নারী নির্যাতনের স্থান নেই। নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা চেষ্টা চালিয়ে গেছেন। ইসলাম মানব পাচারকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে এবং পাচারকারীদের কঠিন শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছে, সেহেতু পাচারের মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুদের জীবন রক্ষায় আত্মনিয়োগ করা প্রতিটি মুসলমানের ওপর আবশ্যকরণীয়। অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও ফিলিস্তিনী মুসলিমদের জান মালের হেফাজত চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এর আগে সদর উপজেলা ইফা’র সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইফা’র উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ‘নারী-শিশু নির্যাতন যৌতুক ও মানবপাচার’ প্রতিরোধে জুমআর প্রাক বয়ান প্রদানের জন্য ইমামদেরকে অনুরোধ জানিয়েছেন। সকল শিক্ষক সরকারের নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন। উপজেলার মসজিদ সমুহে সরকারি বিভিন্ন নির্দেশনা সমুহ জনগনের কাছে পৌঁছানোর আহবান করেন।

বাইতুল আমান জামে মসজিদের খতিব মাও. মোহাম্মাদ আশাহাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া, কাঁঠালতলি দারুস সালাম মাদরাসার পরিচালক মাও. শামসুল আলম, পর্যটন দেওয়ানপাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খানসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ