• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১৪৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গুণী সাংবাদিক এবং “দৈনিক গিরিদর্পণ” পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক পার্বত্য জেলা রাঙ্গামাটি’র এ. কে. এম. মকছুদ আহমেদ।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি
মোহাম্মদ জহুরুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা’র আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা’র সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, গুণী সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির প্রতিনিধি জাহিদ হাসান।

সভায় প্রধান অতিথি সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পূর্বে আরো অনেকে জেলায় সাংবাদিক করেছিলেন যার জন্য তাদেরকে প্রেসক্লাব তথা খাগড়াছড়ি ছেড়ে পালাতে হয়েছে। সরকার পতনের পর নতুন বাংলাদেশ এ খাগড়াছড়িতে প্রেসক্লাবের যে পুনঃগঠিত হয়েছে তাদের স্বাধুবাদ জানায়। এবং কোন ধরনের অন্যায় কে প্রশ্রয় না দিয়ে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি বক্তারা পার্বতাঞ্চলে শুরু থেকে সাংবাদিকতায় সংগ্রাম, সঠিক তথ্য প্রকাশ তুলে ধরাসহ যে ভূমিকা সাংবাদিকরা রেখেছিলেন তা তুলে ধরে স্মৃতি চারণ করেন। সভা শেষে পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ