আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ‘গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন খাগড়াছড়ি-চট্রগ্রাম মহাসড়কে ইউপিডিএফ (মূল) দল সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা এর সভাপতিত্বে নির্দলীয়, সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের জোর দাবী জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। এ সময় গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংচাই রোয়াজা, পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক মিলি মারমা, হাফছড়ি পাড়া কার্বারী রিচাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান-সদস্যদের ক্ষমতার মেয়াদ ৫ বছর হলেও তারা ক্ষমতায় আছেন দীর্ঘ ২৫-২৬ বছর! তাঁরা অনির্বাচিত হয়েও সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন।
৫ বছরের দায়িত্বে এসে আজ ২৫-২৬ বছর পদে থেকে তাঁরা ক্ষমতাকে কুক্ষিগত করে বসে আছেন! আঞ্চলিক পরিষদ যেন তাঁদের বাপ দাদার সম্পত্তি! অনতিবিলম্বে নির্দলীয়, সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।