• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবন ব্যুরো প্রধান  / ২৫৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবন ব্যুরো প্রধান 
লামায় শিক্ষা সংষ্কারে জাতীয় মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। স্প্রিং টাইম ক্যাম্পের উদ্যোগে এবং স্প্রিং এডুকেশন অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ইতিহাদের সহায়তায় অত্যন্ত সুন্দর ও আনন্দময় পরিবেশে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি করা, তাদের মেধার বিকাশ ঘটানো এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভাদের খুঁজে বের করা।

শুক্রবার (২২ নভেম্বর ২০২৪ইং) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে মেধাবৃত্তি পরীক্ষা শুরু অনুষ্ঠিত হয়। লামা উপজেলার ১২টি বিদ্যালয়ের ১৪৪ জন শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। শিক্ষার নতুন সংস্কার উদ্যোগের এইটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান যাচাই করার পাশাপাশি, শিক্ষার প্রতি তাদের আত্মবিশ্বাস ও আগ্রহ বাড়ানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতিহাদের সিইও আসাদুল ইসলাম তন্ময় বলেন, “এই পরীক্ষা আয়োজন আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার পথ সুগম করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাদের মেধা প্রদর্শন করবে না, বরং দেশের উন্নয়নের জন্য প্রস্তুত হবে।”

মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাৃা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখিং মার্মা, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। এছাড়া ইতিহাদ এর সিইও ও প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম তন্ময়, পরিচালক মুশফিকুর সালেহীন সামি, নির্বাহী ক্যাম্পিং লিডার মোহাম্মদ সাইফুল, সহকারী প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক শয়ন বড়ুয়া এবং চট্টগ্রাম জেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও পরীক্ষার আয়োজনের জন্য স্থানীয় স্কুল প্রশাসন, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইতিহাদ এর পরিচালক মুশফিকুর সালেহীন সামি বলেন, পরীক্ষার ফলাফল ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ শিক্ষার মানোন্নয়নে একটি উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে দেশের প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

মেধাবৃত্তি পরীক্ষায় লামার নুনারবিল মডেল, সাবেক বিলছড়ি, দরদরী পাড়া, চাম্পাতলী, চেয়ারম্যান পাড়া, লামা আদর্শ, ছাগলখাইয়া, লামামুখ, কলিঙ্গাবিল, দরদরী, মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হলিচাইল্ড পাবলিক স্কুল সহ ১২টি বিদ্যালয়ের ১৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ