• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

ব্রিটেনে করোনার নতুন ধরন নিয়ে বাড়ছে উদ্বেগ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৮৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ব্রিটেনে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন (ভ্যারিয়েন্ট)। এরই মধ্যে এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটি পর্যালোচনায় রেখেছে।

করোনার নতুন এই ধরনের নাম ইজি.৫.১, ডাকনাম এরিস। এটি করোনার ওমিক্রন ধরনের নতুন রুপ বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। গত মাসে দেশটিতে প্রথম এই এরিস ধরন শনাক্ত হয়।

ইউকেএইচএসএর এক বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই প্রথম এই এরিস ধরন শনাক্ত হয়। বর্তমানে মোট করোনা আক্রান্তের মধ্যে ১৪ শতাংশ রোগী এই ধরনে আক্রান্ত।

সম্প্রতি ৪ হাজার ৯৩৬ জন ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫ দশমিক ৪ শতাংশ করোনায় আক্রান্ত। তাদের বেশির ভাগের দেহেই নতুন ধরনটি রয়েছে। এ কারণে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

করোনার নতুন ধরন এরিসের পাঁচটি সাধারণ উপসর্গ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফোর্বস। সেগুলো হচ্ছে- নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি এবং গলা ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে হাসপাতালে করোনা রোগীও বাড়ছে।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘উচ্চ ঝুঁকিতে থাকা লোকদের জনাকীর্ণ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও। এ ছাড়া সময় হলে টিকার বুস্টার ডোজ নিয়ে নিতে এবং বাড়ির ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করার আমরা আহ্বান জানাচ্ছি।’

করোনার কারণে দীর্ঘদিন জরুরি অবস্থা জারি রেখেছিল ডব্লিউএইচও। এবার নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারির ব্যাপারটি বিবেচনা করা হবে কি-না, তা জানাননি তেদরোস আধানম গেব্রেয়াসুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ