ব্রিটেনে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন (ভ্যারিয়েন্ট)। এরই মধ্যে এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটি পর্যালোচনায় রেখেছে।
করোনার নতুন এই ধরনের নাম ইজি.৫.১, ডাকনাম এরিস। এটি করোনার ওমিক্রন ধরনের নতুন রুপ বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। গত মাসে দেশটিতে প্রথম এই এরিস ধরন শনাক্ত হয়।
ইউকেএইচএসএর এক বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই প্রথম এই এরিস ধরন শনাক্ত হয়। বর্তমানে মোট করোনা আক্রান্তের মধ্যে ১৪ শতাংশ রোগী এই ধরনে আক্রান্ত।
সম্প্রতি ৪ হাজার ৯৩৬ জন ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫ দশমিক ৪ শতাংশ করোনায় আক্রান্ত। তাদের বেশির ভাগের দেহেই নতুন ধরনটি রয়েছে। এ কারণে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
করোনার নতুন ধরন এরিসের পাঁচটি সাধারণ উপসর্গ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফোর্বস। সেগুলো হচ্ছে- নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি এবং গলা ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে হাসপাতালে করোনা রোগীও বাড়ছে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, 'উচ্চ ঝুঁকিতে থাকা লোকদের জনাকীর্ণ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও। এ ছাড়া সময় হলে টিকার বুস্টার ডোজ নিয়ে নিতে এবং বাড়ির ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করার আমরা আহ্বান জানাচ্ছি।’
করোনার কারণে দীর্ঘদিন জরুরি অবস্থা জারি রেখেছিল ডব্লিউএইচও। এবার নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারির ব্যাপারটি বিবেচনা করা হবে কি-না, তা জানাননি তেদরোস আধানম গেব্রেয়াসুস।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত