পর্তুগালে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (বাঁয়ে) ও ইব্রাহিম আখন্দ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পর্তুগীজ নাগরিক।
শনিবার (৮ জুলাই) রাতে সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর পুলিশ ও চিকিৎসক ঘটনাস্থলে এসে শাহিনুর রহমান ও ইব্রাহীম আখন্দকে মৃত ঘোষণা করে।
নিহত শাহিনুর রহমানের (২৭) বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বালুখন্ড গ্রামে। অন্যদিকে ইব্রাহীম আখন্দ (৪১) মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা গ্রামের বাসিন্দা।
নিহতের সহকর্মীরা জানান, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। সেখানে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ।
নিহত দুজনেই সান্তারাই শহরে একটি ওয়ার্কশপে গত সপ্তাহে কাজ শুরু করেন। নিহতদের মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটির নেতারা। দুজন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস