• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত  কমলনগর উপজেলার আগামী দুই বছরের জন্য আমির হিসাবে নির্বাচিত হলেন মাওলানা আবুল খায়ের মোল্লাহাটে বিষাক্ত রাসায়নিক জেলি পুশকৃত চিংড়ি জব্দ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত মণিরামপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দীঘিনালায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৮ হাজার বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে ইতালি সরকার

ডেস্ক রিপোর্ট / ৩৫৫৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্টঃ করোনায় বিপর্যস্ত ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের চলমান বৈধকরণের প্রক্রিয়ায় নিয়মিত কর্মীর স্ট্যাটাস বা বৈধতা পেতে যাচ্ছেন ১৮ হাজার ৩২৪ জন বাংলাদেশি। ১লা জুন থেকে দেশটির সরকার অভিবাসীদের বৈধতা দিতে কৃষি এবং গৃহস্থালি খাতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে। ১৫ই আগস্ট অবধি আবেদন গ্রহণের নির্ধারিত সময়সীমার মধ্যে উপরোল্লিখিত সংখ্যক বৈধ আবেদন জমা পড়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ১৫ই আগস্টের পরিসংখ্যানের বরাতে ইতালির বাংলাদেশ মিশন মানবজমিনকে জানিয়েছে, আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যে দু’টি ক্যাটাগরিতে ২ লাখ ৭ হাজার ৫৪২টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে বাংলাদেশি নাগরিকের আবেদন ১৮ হাজারের বেশি। গড়ে বাংলাদেশি আবেদন প্রায় ৯ শতাংশের মতো। গৃহস্থালি কর্ম বা ডমেস্টিক ওয়ার্কারের পদে বেশি বাংলাদেশি আবেদন করেছেন। সেই সংখ্যা ১৬ হাজার ১শ’ ২ জন। আর কৃষিকর্মের জন্য আবেদন করেছেন ২ হাজার ২২২ জন বাংলাদেশি।

বাংলাদেশ মিশন ধারণা দিয়েছে, যাচাই-বাছাইয়ে যেসব আবেদন নির্ভুল বা বৈধ বলে বিবেচিত হয়েছে মূলত সেই পরিসংখ্যানই প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশা করা যাচ্ছে, জালিয়াতি বা ডকুমেন্টেশনে কোনো ঝামেলা না হলে প্রায় সব আবেদনকারীই বৈধতা পাবেন।

কোন খাতে কত দেশের নাগরিক বৈধতা পাচ্ছেন?
ইতালিতে কৃষি ও গৃহকাজে নিযুক্তরা বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন। তাছাড়া যারা ইতালির ‘স্টে পারমিট’ বা ‘পেরমেচ্ছো দ্য সোজর্ন’ নবায়ন করতে পারেননি বা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তারাও এই বিশেষ সুযোগের আওতায় নতুনভাবে সাধারণ স্টে পারমিটের জন্য বা নিয়মিত হওয়ার আবেদন করতে পেরেছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ডাটা মতে, গৃহস্থালি কাজে সর্বোচ্চ আবেদনকারী হচ্ছেন ইউক্রেনের নাগরিকরা। ১৫ই আগস্ট পর্যন্ত ১৮ হাজার ৬৩১ জন ইউক্রেনিয়ান আবেদন করেছেন। এ খাতে শীর্ষ ১০ আবেদনকারীর তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। তৃতীয় পাকিস্তান, দেশটির ১৫ হাজার ৬১৪ জন নাগরিক ইতালিতে গৃহস্থালি কাজকর্ম করার বিনিময়ে বৈধতা পাচ্ছেন। চতুর্থ অবস্থানে আফ্রিকার একটি দেশ। যার আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৬টি। পঞ্চম অবস্থানে মরক্কো। দেশটির ১৫ হাজার ৩২৮ জন নাগরিক বৈধতা পেতে যাচ্ছেন। ৬ষ্ঠ অবস্থানে পেরু। দেশটির ১৩ হাজার ৭১১ জন নাগরিক বৈধতা পাচ্ছেন। সপ্তম আলবেনিয়া, দেশটির ১১ হাজার ৬৭১ জন নাগরিকের আবেদন বৈধ হয়েছে। ইতালিতে চীনের ১০ হাজার ৫শ’ ৯, ভারতের ৮ হাজার ৭৩২ এবং মিশরের ৭ হাজার ৮৮৫ জন নাগরিক বৈধতা পাচ্ছেন। এই তালিকায় সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়েছে, গৃহস্থালি কর্ম বা ডমেস্টিক ওয়ার্কার পদে উপরোল্লিখিত ১০ দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ৪৪ হাজার ৪৭১ জন নাগরিক ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন।

এদিকে ইতালিতে কৃষিখাতে ৩০ হাজার ৯৯৪ জন বিদেশি শ্রমিক বৈধতা পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত তালিকা মতে, এ খাতে ১০ শীর্ষ আবেদনকারীর তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের ২২২২ জন নাগরিক কৃষিখাতে বৈধতা পেতে যাচ্ছেন। এ খাতে আবেদনের শীর্ষ অবস্থানে আলবেনিয়া, দেশটির ৫ হাজার ১৭৬ জন নাগরিক বৈধতা পাচ্ছেন। দ্বিতীয় মরক্কো, দেশটির ৪ হাজার ৫৫৬ জন বৈধতার আবেদন করেছেন। তৃতীয় ভারত, দেশটির ৪ হাজার ৪৮৮ জন নাগরিক বৈধতা পেতে যাচ্ছেন। এ তালিকায় চতুর্থ পাকিস্তান, দেশটির ৩ হাজার ৮৪ জন নাগরিক বৈধতা পাচ্ছেন। তাছাড়া তিউনিশিয়ার ১৯শ’ ৩৬ নাগরিক, সেনেগালের ১২শ’ ৬৫ নাগরিক, চীনের ১২শ’ ৩৫ নাগরিক, মিশরের ৯শ’ ৩১ নাগরিক এবং আলজেরিয়া ৮০৮ নাগরিক বৈধতা পাচ্ছেন। এছাড়া উপরোল্লিখিত ১০ দেশের নাগরিক ছাড়াও দুনিয়ার অন্যান্য দেশের ৪ হাজার ৯শ’ ৯৫ জন নাগরিক বৈধতা পেতে যাচ্ছেন।

ইতালি সরকারের ঘোষণা মতে, কৃষিকাজের আওতায় রয়েছে খেত-খামার বা বাগান পরিচর্যা, গবাদিপশু পালন বা এই সংশ্লিষ্ট কাজ, মাছ ধরা বা প্রক্রিয়াজাত করা, কৃষি সরঞ্জাম ও কীটনাশক তৈরি বা সরবরাহের কাজ এবং সবজি, ফল, ফসল প্রক্রিয়াজাত করা। গৃহস্থালি কাজের আওতায় রয়েছে শিশু লালন-পালন, বয়স্কদের সেবা, প্রতিবন্ধীদের দেখভালসহ অন্যান্য গৃহকর্ম।

কৃষি ও গৃহকাজের বাইরে যেসব অভিবাসীরা অতীতে বৈধ ছিলেন, অর্থাৎ যাদের স্বল্পমেয়াদি স্টে পারমিট ছিল, কিন্তু নবায়ন করতে পারেননি, তারাও নতুন করে স্টে পারমিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া যারা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বা আবেদন করেছেন, যাদের শিক্ষার জন্য স্টে পারমিট, মানবিক কারণে স্টে পারমিট বা মৌসুমি কাজের জন্য স্বল্পমেয়াদি স্টে পারমিট আছে, তারাও সাধারণ স্টে পারমিটের জন্য আবেদন করতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ