শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

হ্যাঁ, এলাকা আমার, খবর আমার, পত্রিকা আমার। সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে রুপান্তর হওয়া জরুরী

আব্দুল আলী, নিজস্ব প্রতিবেদক গুইমারাঃ

জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে বক্তারা বলেন, জনস্বার্থে  জালিয়াপাড়া ইসলাম কমিশনকে হাসপাতালে রূপান্তরিত করা জরুরি হয়ে পড়েছে।

১৫ আগষ্টকে উৎসর্গ করে করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ জনগনের স্বাশকষ্ট রোধকল্পে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে জালিয়াপাড়া ইসলামিক মিশনে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে জালিয়াপড়া ইসলামিক মিশন কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। পল্লী সঞ্চয় ব্যাংকের গুইমারা শাখা ব্যাবস্হাপক শান্তনু মহাজন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, জালিয়াপাড়া রেন্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ পল্লী সঞ্চয় ব্যাংক ও ইসলামিক মিশনের কর্মচারীবৃন্দ।
অক্সিজেন সিলিন্ডার প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য জালিয়াপাড়া ইসলামিক মিশনের প্রধান ডাঃ মুনমুন সুলতানা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিযে বলেন এ ধরনের প্রাপ্তি আমাদের কাজের প্রেরনা ঝুগাবে। তিনি ইসলামিক মিশনের করোনকালীন ধারাবাহিক কার্যক্রমের কিছু তথ্য তুলে ধরেন তা হলো ১৯-২০ অর্থ বছরে জালিয়াপাড়া ইসলামিক মিশনে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও প্যাথলোজির মাধ্যমে ৩৪৮৩৪ জন এবং ২০-২১ অর্থবছরে ৪০৮৯২ জনসহ এ পর্যন্ত ৭৫৭২৬ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্হাপক শান্তনু মহাজন বলেন সারাদেশের ন্যায় গুইমারা উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, জালিয়াপাড়া ইসলামিক মিশন রামগড়, গুইমারাসহ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে নজীর স্হাপন করেছে। গুইমারা নতুন উপজেলায় একমাত্র প্রতিষ্ঠান যা করোনার এ ভয়াবহতার মধ্যে ৭৫৭২৬ জন রোগীর চিকিৎসা সেবা দিয়েছে। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করতে ইসলামিক মিশনটিকে হাসপাতাল করে দেওয়ার দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com