• বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবান সদরে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুস ও আলীকদমে আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাঁরা মানিকছড়িতে নারী ভোটারের উপস্থিতি বেশি দুপুরের পর ভোট কেন্দ্র অনেকটা ফাঁকা! কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে  ইউএনও  আলীকদম উপজেলায় ভোট গ্রহণ শুরু আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ?

দীঘিনালায় স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি / ৫৭৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো: নাজমুল হাসান(২৩) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪সেপ্টেম্বর) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ নাজমুলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। সে দীঘিনালা উপজেলার ভৈরফা অটলটিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে কনস্টেবল নাজমুলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। সোমবার বিকেলে ওই ছাত্রীকে দেখা করতে বললে ছাত্রীটি দেখা করতে গেলে নাজমুল তাকে ধর্ষণ করেন।

স্থানীয়রা ঘটনটি টের পেয়ে তাদেরকে ঘিরে ফেলে। নাজমুল পালানোর চেষ্টা করলে তাকে ধরে অটলটিলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) সন্তোষ কুমার মজুমদারের কাছে সোপর্দ করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কনস্টেবল নাজমুলকে থানায় নিয়ে এসেছি। ছাত্রীর বাবা নাজমুলকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় পুলিশ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ