খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো: নাজমুল হাসান(২৩) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪সেপ্টেম্বর) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ নাজমুলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। সে দীঘিনালা উপজেলার ভৈরফা অটলটিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে কনস্টেবল নাজমুলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। সোমবার বিকেলে ওই ছাত্রীকে দেখা করতে বললে ছাত্রীটি দেখা করতে গেলে নাজমুল তাকে ধর্ষণ করেন।
স্থানীয়রা ঘটনটি টের পেয়ে তাদেরকে ঘিরে ফেলে। নাজমুল পালানোর চেষ্টা করলে তাকে ধরে অটলটিলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) সন্তোষ কুমার মজুমদারের কাছে সোপর্দ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কনস্টেবল নাজমুলকে থানায় নিয়ে এসেছি। ছাত্রীর বাবা নাজমুলকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় পুলিশ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত