• রবিবার, ০২ মার্চ ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ পানছড়ি মরাটিলায় শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরে হরিনাম যজ্ঞ মহাউৎসব উদযাপন জমকালো আয়োজনে মানিকছড়ি ফুড হাউজ এন্ড মাস্টার মাইন্ড সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন খাগড়াছড়িতে মাহে রমজান আগমন উপলক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী’র স্বাগত র‍্যালি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমাবেশ অনুষ্ঠিত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ৫শত ফুট গভীর খাদে, আহত ২

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ২৩৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২

লামায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মিরিঞ্জা পাহাড়ের ৫শত ফুট গভীর খাদে পড়ে গেছে। লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মরা বাঙ্গালী টেক (১৭ মাইল) নামক স্থানে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে গেছে।  শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ট্রাক ড্রাইভার নুরুল আলম (৪৮) ও হেলপার মোঃ রাজু (৪০)। ট্রাকটি খাদের পড়ার সময় ড্রাইভার লাফিয়ে পড়ে যাওয়ায় কম আহত হয়। কিন্তু হেলপার গাড়িতে থাকায় সে গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ট- ১১-১৫৩৮। ট্রাকটি কেএসআরএম কোম্পানির।

প্রত্যেক্ষদর্শী ও উদ্ধারকারী মোঃ খোকন বলেন, হেলপার রাজু ডান হাত, বাম পা ও হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। তার বুকে ও মাথা আঘাত পেয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সহ তাকে উদ্ধার করে লামা হাসপাতালে পাঠানো হয়েছে।

লামা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ জানিয়েছেন, চকরিয়া থেকে রড নিয়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫শত ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়ে যাওয়ার সময় বিদ্যুতের ৩৩ হাজার ভোল্ডের একটি খুঁটিকে ধাক্কা দিলে ভেঙ্গে যায়। যারদরুণ লামা আলীকদমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে আমাদের গাড়িতে করে লামা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ট্রাকটি যে স্থানে দুর্ঘটনা কবলিত হয় সেখান দিয়ে নামতে না পাড়ায় ভিন্ন পদ দিয়ে প্রায় ১৪শত ফুটের মত পাহাড় পেরিয়ে হেলপারকে করা হয়েছে। দুঃসাহসিক এই অভিযানে স্থানীয়রা সহায়তা না করলে উদ্ধার করা সম্ভব হতনা। এই ঘটনায় দুইজন আহত হয়েছে।

লামা ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ পরিদর্শক সৈকত দাশ বলেন, ট্রাক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা কাজ করছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে বিদ্যুতের তার সরানোর হচ্ছে। লামা বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

লামা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যুৎ লাইন মেরামত ও সরবরাহ স্বাভাবিক করতে আমাদের ২০ জন বিদ্যুৎ কর্মী ঘটনাস্থলে কাজ করছে। দুপুর ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকটি উদ্ধারে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকের মালামালের নিরাপত্তায় সেখানে কয়েকজন পুলিশ সদস্য রাখা হয়েছে।

এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় লামা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামা আসার কথা রয়েছে। তিনি লামা পৌরসভার চাম্পাতলী ৩২ আনসার ব্যাটালিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ