বাংলাদেশ ব্যাংক ডলারের একক দাম নির্ধারিত করে দিলো। এখন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলারের সর্বোচ্চ এ হার ৮৯ টাকা ১৫ পয়সা, আর আন্তঃব্যাংক লেনদেনে সর্বোচ্চ ৮৯ টাকায়।
রবিবার (২৯ মে) ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগকে এ হার বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, এর পর কোনো ব্যাংক দর বাড়াতে অসম প্রতিযোগিতা করছে কিনা তাও নজরদারিতে রাখা হবে। এ কারণে হুন্ডি বন্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বেড়ে যাওয়ার সম্ভব বলে জানালেন ব্যাংকাররা।
এম/এস