• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে বিএনপি’র কর্মী সমাবেশে ব্যাপক সমাগম দুই যুগ পরে দখল-দূষণ থেকে মুক্তি পাচ্ছে লামা বাজার পুকুর কেপিএম উৎপাদন চালু রাখার দাবিতে মানববন্ধনে বক্তারা: কেপিএম ২৪ ঘন্টার মধ্যে উৎপাদনে না গেলে কঠোর কর্মসূচি বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী মানিকছড়িতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ মানিকছড়িতে রোগাক্রান্ত মুরগী লোকালয়ে বিক্রি! রোগ ছড়িয়ে পড়ার আশংকা সিন্দুকছড়িতে মানবতা ও সমাজ কল্যাণে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা নবীনগরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ ০১ কর্মী আটক কাপ্তাই স্পীল ওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায় ই-টিকেট কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান 

উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহেশখালী’র তরুণ গণমাধ্যমকর্মী জসিম উদ্দিন আর নেই

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৪১১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কক্সবাজার জেলার উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী জসিম উদ্দিন (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৫ নভেম্বর দুপুর ২টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের কুতুপালং ক্যাম্পে এলাকায় এই ঘটনা ঘটে।
মহেশখালী পৌরসভার পুটিবিলা হাজী মোশাররফ আলী পাড়া এলাকার নুরুল ইসলাম তৃতীয় পুত্র মহেশখালী উপজেলা শুভসংঘের সদস্য সচিব, রিপোর্টাস ইউনিটি মহেশখালী’র সভাপতি ও কক্সটিবিউনের নির্বাহী সম্পাদক, মহেশখালী’র তরুণ গণমাধ্যমকর্মী জসিম উদ্দিন প্রতিদিনের মত বাইক চালিয়ে নিজ কর্মস্থল উখিয়া থেকে কক্সবাজার ফেরার পথে কুতুপালং নামক স্থানে পিছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের তাকে চাপা দেয়। এতে তার মাথা সহ সমস্ত শরীরে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা বলেন, তার মাথায় মারাত্মক যখম ছিল এবং শরীর নিস্তেজ ছিল। তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে ইসিজি করে দেখা যায় সে মারা গেছে।
এদিকে জসিমের আকষ্মিক মৃত্যুতে মহেশখালী প্রেসক্লাবের সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তার বন্ধু মহল’সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনরা তাঁর শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। এই ধরণের অপমৃত্যু ঠেকাতে নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালানো সহ সকলকে সড়কে সাবধানের চলাচলের অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।
পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ২৬ শে নভেম্বর সকাল ১০ ঘটিকার সময়  মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ