• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

বান্দরবানে চালু হলো পর্যটন কেন্দ্র:ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: / ৯০১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে দীর্ঘ  প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল আজ থেকে খুলে দেওয়া হয়েছে। এদিকে পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল খুলে দেওয়ার পরপরই পর্যটকদের আগমন ঘটছে পার্বত্য জেলা বান্দরবানে।

বান্দরবান জেলা প্রশাসন থেকে ২০আগস্ট এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বিভিন্ন শর্তস্বাপেক্ষে জেলার সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল খোলার নির্দেশনা জারি করা হয়। এদিকে দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পাশাপাশি হোটেল মোটেল চালু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকলে ও নতুনভাবে হোটেল-মোটেল চালু হলে ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতি পুষিয়ে নিতে পারবে,এবং স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা মোতাবেক সকল কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।

বান্দরবান সদরের হোটেল হিলভিউ এর একাউন্ট ম্যানেজার মো:তৌহিদ পারভেজ বলেন,আজ থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে হোটেল খুলেছি এবং আমরা প্রশাসনের নিয়ম মেনে হোটেলে অতিথিদের অবস্থান করতে দেব। মো:তৌহিদ পারভেজ  আরো বলেন, হোটেলে প্রবেশমূখে আমরা বেসিন, ডিসইনফেকশন ট্রে, তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা গ্রহন করেছি। লবিসহ সকল রুমে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। চেক-ইন করায় সময় বিদেশি পর্যটকের পিসিআর পরীক্ষা রিপোর্ট সঠিক ভাবে দেখে নেয়ার ব্যবস্থা করেছি। অভ্যর্থনা ডেস্কে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন: জীবানুনাশক, ফেস মাস্ক, ফ্রেস শিল্ড, চশমা, সুরক্ষামূলক অ্যাপ্লোন, লম্বা হাতার গাউন ইত্যাদি রাখার ব্যাবস্থা করেছি।

বান্দরবান হোটেল হিলটন এর জেনারেল ম্যানেজার মো.আক্কাস উদ্দিন সিদ্দিক বলেন, হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালাবো। তিনি আরো বলেন,পর্যটক যারা আসবে তাদের সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গত ১৮মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বন্ধ বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল। এদিকে নতুনভাবে বিনোদনকেন্দ্র চালু ও হোটেল-মোটেল চালুর সংবাদে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান ও কাজ করার কথা জানান প্রশাসন।

টুরিস্ট পুলিশ,বান্দরবান জোন এর ইনচার্জ মো.আমিনুল হক বলেন,আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্রে নিরাপত্তা বৃদ্ধি করেছি। এখন থেকে যারা বান্দরবানে বেড়াতে আসবে তাদের নিরাপত্তা রক্ষা ও তাদের ভ্রমনে সহায়তা করতে আমরা আরো বেশি সর্তকর্তা অবলম্বন করবো।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন বলেন,বান্দরবানে পর্যটকদের ভ্রমনের জন্য আবারো ও দ্বার খুলে দেওয়া হয়েছে তবে জেলায় আগত সকল পর্যটকদের আরো সর্র্তক থাকতে হবে। “নো মাক্স ,নো এন্টি ” এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করে যাব এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা ও সরকারি নিদের্শনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানাই ।

সবুজ অরণ্যে ঘেরা সৌন্দর্যের অপরুপ জেলা বান্দরবান। যেখানে রয়েছে মেঘলা, নীলাচল, নীলগিরি, বৌদ্ধ জাদি, চিম্বুক, শুভ্রনীলা, থানচির রেমাক্রি, নাফাকুম, রুমার বগালেক, কেউক্রাডং, লামার মিরিঞ্জা, আলীকদমের আলীর সুড়ঙ্গসহ বিভিন্ন পর্যটনস্পট। পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার পর স্পটগুলোতে বাড়বে পর্যটকের সংখ্যা, এমন মত সংশ্লি¬ষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ