• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

অসীম রায়,বান্দরবান প্রতিনিধি / ১৪৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে অবস্থান করে। পরে আবু সাঈদ মুক্তমঞ্চে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের রাতের আধারে মশাল মিছিল ও নানা ধরনের বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

২ ফেব্রুয়ারি  রোববার বান্দরবানের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে অবস্থান করে। পরে আবু সাঈদ মুক্তমঞ্চে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নেতৃবৃন্দরা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের নিষ্কিতায় এখনো বিভিন্নস্থানে ছাত্রলীগ তাদের শক্তি প্রদর্শন করছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ দেশে লুটপাট করে খেয়েছে আবার নিষিদ্ধ হয়েও তারা এখনো নানান অপকর্ম করে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। বক্তারা আগামীতে আর কখনো কোন ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে আসতে দেবে না বলে বক্তব্য দেয়ার পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সকল সংগঠনের দোসরদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ফরহাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, জেলা ছাত্রলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্বল কুমার নাথসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি দিনগত রাতে বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালী ইউনিয়নে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মশাল মিছিল প্রদর্শন করেন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর আগে গত ৪ জানুয়ারি লামা উপজেলার রুপসীপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কেক কাটায় অংশ নেয় এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ