রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী মুসলিম ব্লক এলাকায় গৃহবধূ শাবনুর আক্তারের হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে শাশুড়ি জোহরা বেগম (৪৮) ও ননদ ফাতেমা বেগম (২৭) কে আটক করেছে পুলিশ।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে পাশের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আজ রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সাইদ আসাদ বলেন, গত ২৬শে মার্চ ২০২০ রুপকারী মুসলিম ব্লক এলাকায় গৃহবধূ শাবনুরের নিজের কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় পরে ঘটনার দেড় বছর পর ময়নাতদন্তের রিপোর্টে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে গৃহবধূ শাবনুরের বাবা চানমিয়া বাদী হয়ে ২২ সেপ্টেম্বর গৃহবধূ শাবনুরের স্বামী, শাশুড়ি, ননদ সহ পাঁচ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গৃহবধূ শাবনুর আক্তারের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। মামলার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।