সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) দূর্গম সীমান্তে বসবাসরত জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিক্যাল ক্যাম্পেইন করেছেন (২৩ বিজিবি) যামিনীপাড়া ব্যাটালিয়ন।
১৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত খাগড়াছড়ি মাটিরাংগা উপজেলাধীন যামিনীপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ বগাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিল্যাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলতি ২০২১-২০২২ অর্থ বছরে এপিএ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে সীমান্তবর্তী জনসাধারণের পাহাড়ি-বাঙালি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল অফিসার ক্যাপ্টেন জাদিদ আহমেদসহ তিনজন মেডিকেল সহকারীর সমন্বয়ে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে নিম্নবর্ণিত সংখ্যক ৭৫ জন পুরুষ, ৮৫ জন মহিলা এবং ২৪ জন শিশুসহ ১৮৪ জনকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়,
এতে উপস্থিত ছিলেন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, এসময় ব্যাটালিয়ন অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দ্বায়িত্ব পালনের পাশাপাশি জনগনের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছে,এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।