• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাতে সাহায্যে করুন

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ৭৯৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

রাঙ্গামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ গ্রামের মোঃ আশ্রাফুল আলম। সুপরিচিত আশ্রাফুল কারও কাছে প্রিয় ছাত্র, কারও কাছে প্রিয় ভাই, বন্ধু, । নিরেট সহজ, সরল, সাদামাটা নির্ভেজাল ব্যক্তি হিসেবে তার পরিচিতটা বেশি।

আশ্রাফুল আলম একজন রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন। সে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা, গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া দাখিল মাদ্রাসা এবং হাজাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতা করছেন। আশ্রাফুল লিভার সিরোসিস রোগে আক্রান্ত। চিকিৎসা খরচ বেশ ব্যয় বহুল, হওয়ার তার পক্ষে চিকিৎসা খরচ মেটানো সম্ভব না। তাই আর্থিক সংকটের কারনে চিকিৎসার অভাবে দিন দিন তার স্বাস্থ্য আবনতির দিকে যাচ্ছে।
কয়েক দিন যেতেই পেটে পানি জমে অস্বাভাবিক হয়ে যায়। এই অবস্থায় আশ্রাফুল জীবন বাঁচাতে উন্নত চিকিৎসা জরুরী।
উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আশ্রাফুলের পরিবারের আসম্বব হয়ে পড়েছে, বিধায় বন্ধু-বান্ধব, দেশে বিত্তবান, প্রবাসী সহ সকল শ্রেনি পেশার মানুষের নিকট আশ্রাফুলের দোয়া চেয়েছেন। পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে করার জন্য বিনীতভাবে আবেদন জানান।আশ্রাফুল বলেন, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান।
আশ্রাফুলকে যারা মানবিক দ সহায়তা করতে চান তারা নিন্মোক্ত নির্ধারিত নম্বরে সহায়তা পাঠাতে পাঠানোর অনুরোধ জানান।

বিকাশঃ 01881630467
রকেটঃ 018233789401
নগদঃ 01557430941


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ