“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে” ভূপেন হাজারিকার সেই গানটিকে মনে ধারণ করে খাগড়াছড়ি জেলা পরিষদের অন্যতম সম্মানিত সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ ত্রিপুরা(জুয়েল) নিজ উদ্যোগে স্বপ্ন প্রতিবন্ধী আশ্রম-খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারে থাকা অসহায় প্রতিবন্ধীদের জন্য ৬টি খাট,৬টি তোষক, ৬টি বেডশিট ১২টি বালিশ,১২টি বালিশ কভার ও খাদ্য সামগ্রীসহ কিছু নগদ অর্থ সাহায্যে প্রদান করেন।
স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারে থাকা অসহায় প্রতিবন্ধীদের ফেসবুকে অসহায় ভাবে খাট ছাড়া ঘুমানোর ছবি দেখে নিজ উদ্যোগে অসহায় ভাবে খাট ছাড়া ঘুমানোর ছবি দেখে পার্থ ত্রিপুরা (জুয়েল)এমন হিতকর সিদ্ধান্ত নেন।
এসময় আরো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আক্তার হোসেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাউপ্রু মারমা,পৌর যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম ফারুক, যুবলীগ নেতা মোঃ শামীম গাজী, রিয়াদুল ইসলাম, কমলছড়ি ইউনিয়নের যুবনেতা আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।