• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

যোগ্যাছলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৪৬ পরিবার

রিপন সরকার নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: / ৪১৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে হতদরিদ্র, দুস্থ প্রতিবন্ধী ‘, স্বামীহারা বিধবা নারীসহ ভূমিহীনর ১৪৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সার্বিক তদারকিতে মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্ঠায় মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় ১৪৬ পরিবারকে সরকারি ঘর দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উপজেলা টাস্কফোর্স কমিটির তত্বাবধানে ঘরগুলো অত্যন্ত মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

উপকারভোগী যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম কালাপানি এলাকার বিধবা সাজেদা বেগম বলেন, আমার স্বামী নেই আমি পরের জায়গায় দিনমজুরী করে অনেক কষ্টে সংসার চালাতে হয়। আমার সংসারে উপার্জন করার মত কেউ নেই।আমার ৫সন্তান তার মধ্যে চার সন্তান প্রতিবন্ধী এসময় অশ্রুসিক্ত নয়নে সরকারি ঘর পেয়ে তিনি খুবই আনন্দিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিবন্ধীদ নুরুল ইসলাম জানান, ‘আমি সারাজীবনের চেষ্টায়ও যে মাথা গোজার ঠাঁই করতে পারিনি। মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছে, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে।’ স্বপ্নের সেই বসত ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি প্রতিবন্ধী নুরুল ইসলাম।

যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন আমার নির্বাচিত এলাকায় ১৪৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৮৬ টি ঘরের চাবি গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে।বাকী ৬০টি ঘরের কাজ প্রায় শেষের দিকে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন মানুষরা কোথায় থাকতো, কিভাবে দিন কাটাতো তাদের কষ্টের কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটির ফল আজ ভোগ করছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। তবে মানিকছড়ির প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল
উদ্দিনের সাথে দুই দিন দেখা করতে গিয়েও অফিসে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ