শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্বরণে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র সঞ্চালনায় ও সভাপতি মো. জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদ ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান, মাঈনুল হাসান, মো. কামাল হোসেন, মানিকছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।