বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
২৮ আগস্ট থেকে দেশ ব্যাপী শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে মানিকছড়ি উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস (অ.দা), প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। পরে পরিষদ মিলনায়তনে ৩জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট ও ১৫ জন চাষীর মাঝে মৎস্য উপকরণ তুলে দেন অতিথিরা।