আজ খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রঙ্গনে বিকেল শুভ জম্মাষ্টমী উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদ (কেন্দ্রীয় কমিটির) উদ্দ্যোগে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এর সহযোগীতায় আট উপজেলায় মোট ৩০০ জন দরিদ্র সনাতনীদের মাঝে মানবিক সহায়তা স্বরুপ খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্টানে আলোচনা সভার সভপতিত্ব করেন সনাতন ছাত্র-যুব পরিষদ (কেন্দ্রীয় কমিটির) সভাপতি স্বপন ভট্টচার্য্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী দীপান্তিতা বিশ্বাস, প্রধান অতিথির বক্তব্য বলেন আমাদের সবার পক্ষে মহৎ কাজ করার সম্ভব না। আজ দেখলাম খাগড়াছড়িতে নিজ সম্প্রদায়কে নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য শিক্ষা,স্বাস্থ্য ,প্রশিক্ষণ সহ মানবিক সাহায্য পর্যন্ত এ সংগঠন সব কিছু করতেছে। মানুষ হয়েছে সৃষ্টির সেরা জীব, মানুষের জন্য তাদের সব কাজ গুলি করতেছেতাই আমি সনাতন ছাত্র-যুব পরিষদের সকল সদস্যদের আগামী দিনের জন্য শ্রীবৃদ্ধি কামনা করছি। আর মা-বোনরা যারা উপস্থিত
আছেন সকলকে সরকারের সকল স্বাস্থ বিধি মেনে চলার আহবান জানিয়েছি। আনুষ্টানে স্বাগত বক্তব্যদের সনাতন ছাত্র-যুব পরিষদ (কেন্দ্রীয় কমিটির) সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য (রানা)।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, বাংলাদেশ শ্রী শ্রী জম্মাষ্টমী উদযাপন কমিটি জেলা শাখার সভাপতি তপন কান্তি দে, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সনাতন ছাত্র-যুব পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য বাবুল দেব,শিব শংকর দেব,ধনা চন্দ্র সেন,সজল দে সহ জেলা সদর উপজেলা শাখার সনাতন ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।