খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজনে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী সারাদেশের ন্যায় মহালছড়িতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে।
এই মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ২৮ আগস্ট সকাল ৯ ঘটিকায় মহালছড়ি উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা করেছেন।
মতবিনিময় সভায় মৎস্য অফিসের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহালছড়িতে ৭ দিন যাবত গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
আজ রোজ শনিবার সকাল ৯ঘটিকায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, গুরত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, গুরত্বপূর্ণ এলাকার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সহ মৎস্যজীবিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত এই মতবিনিময় সভায় মৎস্য অফিসের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা ছাড়াও অত্র দপ্তরের কর্মচারীবৃন্দগণও উপস্থিত ছিলেন।