বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরেজমিনে ছুটে গেলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেদায়েত উল্লাহ ।
জানা গেছে, গত (২৫ আগস্ট) বুধবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের সাথে উপজেলা সদরে যাতায়াতের সংযোগ সেতুটি প্রবল বর্ষণের প্রভাবে ভেঙ্গে যাওয়ায় সৃষ্ট জনদুর্ভোগের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নজরে আসে ।সংবাদটি নজরে আসার পরপরই উপজেলা নির্বাহী অফিসার মাটিরাঙ্গা কে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
পরে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, আমি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর নির্দেশনা পাওয়ার পরপরই সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি । উভয় এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টির সত্যতা পাওয়ায় জেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থায়নে আগামীকাল থেকে সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান ।
এ সময় মেরামত কাজ শেষে আবারও দুই পাড়ের মধ্যে স্বাভাবিক সংযোগ স্থাপিত হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি ।