পার্বত্য জেলা খাগড়াছড়ির দূর্গম উপজেলা লক্ষীছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
২২ আগস্ট রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন মংলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমানে অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উক্ত সময়ে অবৈধ কাঠের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে কাঠগুলো লক্ষীছড়ি বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
এই বিষয়ে লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি,জি বলেন, তাৎক্ষণিকভাবে অবৈধ কাঠের চোরাচালানের সাথে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করা না গেলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরোও বলেন, পাহাড়ের এই ধরনের অবৈধ কাঠ পাচার বন্ধ করতে এবং অবৈধ কাঠ পাচারকারীদের গ্রেফতারে সেনা অভিযান আরোও জোরদার করা হবে।