• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

মহালছড়িতে গ্রেনেড হামলা দিবস পালিত

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি: / ৪৫১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১

খাগড়াছড়ির মহালছড়িতে আজ ২১আগস্ট রোজ শনিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে সীমিত পরিসরে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

শনিবার বিকাল ৫.০০ ঘটিকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর বাংলায় রাজাকার, সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাই নাই” প্রতিপ্রাদ্য দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্ব ও বক্তব্য রাখেন।

উক্ত এ সময়ে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ।

উক্ত সভায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের নেপথ্যে কারা ছিলো, কারা ষড়যন্ত্র করেছিলো সে বিষয়ে এখনো তদন্ত হয়নি। তদন্তপূর্বক ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে দিনটি‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস” হিসাবে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ