• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১০৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার হলেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান। বুধবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে ব্যতিক্রমী আয়োজনে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইসরাত জাহান। এ সময় এক ঘণ্টার প্রতিকী পুলিশ সুপার-কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

অক্টোবর মাসে কণ্যা শিশু দিবসের মাস উপলক্ষ্যে প্ল্যান

ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রতীকী এসপির উপস্থিতিতে এনসিটিএফ’র জেলা সাবেক সভাপতি শচীন দাশ ও সহ-সভাপতি জান্নাতুল মাওয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

 

এসময় প্রতীকী পুলিশ সুপার নূর ইশরাত জাহান বলেন, এক ঘণ্টার পুলিশ সুপার তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিবাহ রোধসহ করনীয় বিষয় তুলে ধরেন। এবং কোন নারীকে প্রতিবন্ধকতা ও কঠিন বাস্তবতার মুখোমুখি না হয়। প্রতীকী এসপির দায়িত্ব নিয়ে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত নারী ও শিশুবান্ধব খাগড়াছড়ি জেলা গড়ে তুলতে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান নূর ইশরাত জাহান এবং আজকের এ কার্যক্রমের মধ্য দিয়ে আমার পাশাপাশি অন্যারাও আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে বড় হয়ে কিছু করার স্বপ্ন দেখবে বলে মনে করে।

খাগড়াছড়ি সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, কন্যা শিশুরা এবং শিশুরা ইচ্ছা করলে সবকিছু পারে। এবং আজকের প্রতীকির মাধ্যমে আশা রাখি ভবিষ্যতে সে সত্যিই পুলিশ  সুপার হয়ে দেখাবে। এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গায় সে পৌঁছে যাবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ,ইভটিজিং এবং বাল্য বিয়ে সহ বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেছে যার দ্বারা সমাজ আক্রান্ত হচ্ছে সে প্রতীকী পুলিশ সুপারের কাছ থেকে শুনেছি। এইবিষয় গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। তিনি আরো বলেন, তরুন ও ছাত্রছাত্রীসহ যুব সমাজকে নিয়ে আমরা যদি সামনে এগোতে পারি তা হলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।

এ সময় খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,সদর থানা’র অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেনমৃধা,ডিআইওয়াআনোয়ারুলইসলাম,সমাজসেবক মো. হাছানুল করিম, জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকসহ জেলা এনসিটিএফ’র ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ