ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার হলেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান। বুধবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে ব্যতিক্রমী আয়োজনে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইসরাত জাহান। এ সময় এক ঘণ্টার প্রতিকী পুলিশ সুপার-কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অক্টোবর মাসে কণ্যা শিশু দিবসের মাস উপলক্ষ্যে প্ল্যান
ইন্টারন্যাশনাল এর 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রতীকী এসপির উপস্থিতিতে এনসিটিএফ'র জেলা সাবেক সভাপতি শচীন দাশ ও সহ-সভাপতি জান্নাতুল মাওয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এসময় প্রতীকী পুলিশ সুপার নূর ইশরাত জাহান বলেন, এক ঘণ্টার পুলিশ সুপার তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিবাহ রোধসহ করনীয় বিষয় তুলে ধরেন। এবং কোন নারীকে প্রতিবন্ধকতা ও কঠিন বাস্তবতার মুখোমুখি না হয়। প্রতীকী এসপির দায়িত্ব নিয়ে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত নারী ও শিশুবান্ধব খাগড়াছড়ি জেলা গড়ে তুলতে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান নূর ইশরাত জাহান এবং আজকের এ কার্যক্রমের মধ্য দিয়ে আমার পাশাপাশি অন্যারাও আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে বড় হয়ে কিছু করার স্বপ্ন দেখবে বলে মনে করে।
খাগড়াছড়ি সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, কন্যা শিশুরা এবং শিশুরা ইচ্ছা করলে সবকিছু পারে। এবং আজকের প্রতীকির মাধ্যমে আশা রাখি ভবিষ্যতে সে সত্যিই পুলিশ সুপার হয়ে দেখাবে। এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গায় সে পৌঁছে যাবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ,ইভটিজিং এবং বাল্য বিয়ে সহ বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেছে যার দ্বারা সমাজ আক্রান্ত হচ্ছে সে প্রতীকী পুলিশ সুপারের কাছ থেকে শুনেছি। এইবিষয় গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। তিনি আরো বলেন, তরুন ও ছাত্রছাত্রীসহ যুব সমাজকে নিয়ে আমরা যদি সামনে এগোতে পারি তা হলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
এ সময় খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,সদর থানা'র অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেনমৃধা,ডিআইওয়াআনোয়ারুলইসলাম,সমাজসেবক মো. হাছানুল করিম, জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকসহ জেলা এনসিটিএফ'র ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত