• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ১৩৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:

বান্দরবানে সেনাবাহিনীর সদর জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হলো প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার ও অসহায় মানুষদের।
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতন উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান করা হয়েছে।

১৪ ই অক্টোবর সোমবার সেনা জোনের উদ্যোগে জোন সদরে এই সহায়তা প্রদান করা হয়।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এই সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবটি যাতে করে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য আমাদের এই সামান্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মাঝে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদী, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ