অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
বান্দরবানে সেনাবাহিনীর সদর জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হলো প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার ও অসহায় মানুষদের।
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতন উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান করা হয়েছে।
১৪ ই অক্টোবর সোমবার সেনা জোনের উদ্যোগে জোন সদরে এই সহায়তা প্রদান করা হয়।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এই সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবটি যাতে করে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য আমাদের এই সামান্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মাঝে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদী, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত