রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ফেরীঘাট এলাকার অসহায় ভিক্ষুক মোঃ সামসুল আলম। রাঙ্গুনিয়া সন্দীপ পাড়া গ্রামের বাসিন্দা মোঃ সামসুল আলম ৩০ বছর পূর্বে একটি দুর্ঘটনার শিকার হয়ে দুইটি পা হারান। রাইখালী ফেরীঘাটে ভিক্ষা করে স্ত্রী ও তার দুই মেয়েকে নিয়ে সংসার চালান।
বুধবার চন্দ্রঘোনা ফেরীঘাটে ডিউটিরত অবস্থায় চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেনের সাথে কথা হলে এক পর্যায়ে তার অসহায়ত্ব ও কষ্টের কথা জানতে পারেন। পরে বিষয়টি চন্দ্রঘোনার থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে অবগত করলে তার নির্দেশে মানবিক পুলিশ কর্মকর্তা এসআই কাজী আনোয়ার তাৎক্ষনিকভাবে অসহায় সামসুল আলমের পরিবারের জন্য চাল, তেল, আলু, পিঁয়াজ,রসুন চিনি, চিড়া এবং মোরগ সহ খাদ্যসামগ্রী ক্রয় করে দেন।
এইসময় রাইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল হক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।