• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ব্যুরো প্রধান: / ১০৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। লামা উপজেলা শাখার নেতা কর্মীদের উদ্যোগে সোমবার দুপুরে দুই শতাধিক নেতা কর্মীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লামা উপজেলা শাখার সাবেক সভাপতি জোসনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার (একাংশ) সভাপতি মো. আমির হোসেন। এতে উপজেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান বক্তা ছিলেন।

আলোচনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ওমর ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোাসেন বাহার, উপজেলা তাঁতী দলের সভাপতি ফজর আলী প্রমুখ অতিথি ছিলেন। শেষে কেট কেটে নেতা কর্মীদের মুখে তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ