• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত  কমলনগর উপজেলার আগামী দুই বছরের জন্য আমির হিসাবে নির্বাচিত হলেন মাওলানা আবুল খায়ের মোল্লাহাটে বিষাক্ত রাসায়নিক জেলি পুশকৃত চিংড়ি জব্দ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত মণিরামপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দীঘিনালায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে নবাগত ডিআইজি পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না

স্টাফ রিপোর্টার: / ১৮৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

 

পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছে আস্থার স্থল,জনসেবায় নিয়োজিত পুলিশ হিসেবে পৌঁছাতে হবে।এবং সেই লক্ষে কাজ করতে চাই ও ছাত্র-জনতা সাংবাদিক সকলের সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ খতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবেনা। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।

আজ (সোমবার ৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

তিনি বলেন, বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে পুলিশের পুরনো মনোভাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে।
এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যমুনা টিভির হোসাইন শাহিদ,স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী,মোঃ সাইফুল ইসলাম ও মোঃ নজরুল ইসলামসহ প্রমূখ।

সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোঃশফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ