পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছে আস্থার স্থল,জনসেবায় নিয়োজিত পুলিশ হিসেবে পৌঁছাতে হবে।এবং সেই লক্ষে কাজ করতে চাই ও ছাত্র-জনতা সাংবাদিক সকলের সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ খতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবেনা। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।
আজ (সোমবার ৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
তিনি বলেন, বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে পুলিশের পুরনো মনোভাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে।
এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যমুনা টিভির হোসাইন শাহিদ,স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী,মোঃ সাইফুল ইসলাম ও মোঃ নজরুল ইসলামসহ প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোঃশফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত