• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে পালিত হলো পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) গুইমারায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চট্রগ্রাম বিভাগে NUSDF Bangladesh আয়োজন করে ‘পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড’ প্রতিযোগিতা গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত   গুইমারাতে ৩০ কেজি গাঁজা সহ একজন গ্রেপ্তার গুইমারাতে এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে দুর্নীতি কাজ না করেই টাকা উত্তোলন ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই স্পীল ওয়ের ১৬ জলকপাট লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পৈত্রিক সম্পদের জন্য বোনকে অজ্ঞান করে সেপটি টাংকিতে ফেলে দিতে চায় ভাই

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান / ২৬৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

পৈত্রিক সম্পদ একাই ভোগ করতে আপন ছোট বোন আসমাউল হোসনা প্রকাশ মুন্নীকে (২৬) নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করেছে বড় ভাই আব্দুস সাত্তার (৩৫)। মোটা গাছের লাঠি দিয়ে মেরে দুই হাত ভেঙ্গে ফেলে। ডান হাত কেটে ৬টি সেলাই করতে হয়েছে। সারা শরীরের রয়েছে আঘাতের চিহ্ন। ব্যথায় নড়াচড়া করতে পারছেনা। শুধু মেরে ক্ষান্ত হয়নি, মারধরের পরে অজ্ঞান হয়ে গেলে তাকে টয়লেটের সেপটি টাংকিতে ফেলে দিতে নিয়ে যায়। এসময় মা লাল মতি বেগম দেখে ফেললে জানে বেঁচে যায় মুন্নী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় বমু বিলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বমু পানিস্যাবিল এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত মুন্নী লামা সরকারি হাসপাতালের বেডে ব্যাথায় কাতরাচ্ছে। মুন্নী লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে আলোচিত ত্রিপল মার্ডারে নিহত মাজেদা বেগমের ছোট বোন। সে পানিস্যাবিল এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী এবং মৃত সামশুল আলম ও লাল মতি বেগমের মেয়ে।

লামা হাসপাতালে দেখতে গেলে মুন্নী জানান, তাকে মেরে ফেলতে পারলে পৈত্রিক সম্পদ একাই ভোগ করতে পারবে তার বড় ভাই আব্দুস সাত্তার। তাই মারধর করেছে। ৭ মাস আগে আমার স্বামী আবুল কাসেম মারা যায়। এলাকায় জনপ্রতিনিধিদের বিচার দিয়েও কোন সমাধান পায়নি। কোমড় ও দুই হাতের ব্যাথায় নড়তে পারছিনা। আমার মা বৃদ্ধ। আমার পাশে দাঁড়ানোর কেউ নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বলেন, আহত মুন্নীকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। সুস্থ হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ