• রবিবার, ১৫ জুন ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক নানিয়ারচরে বিআরডিবির দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ (চাউল) বিতরণ মহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবা মানিকছড়িতে নিন্মাঞ্চল প্লাবিত পাহাড়ের পাদদেশে থাকা পরিবারকে সরে যাওয়ার নির্দেশ লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

লাকসামের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে ছাত্ররা

আরিফুর রহমান স্বপন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: / ২৪৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : নোয়াখালী-কুমিল্লা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসসহ দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। গত তিনদিন ধরে এসব দায়িত্ব পালন করে আসছে তারা।
গত মঙ্গলবার থেকে রাস্তা পরিস্কারসহ যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছেন ছাত্ররা। বৃহস্পতিবারও লাকসামের সবকটি সড়কে এই চিত্র দেখা গেছে। লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ রোভার স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা ওই কাজে অংশগ্রহণ করেন। এতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতেও স্বস্তি ফিরে আসে সড়কে। এছাড়াও ছাত্ররা লাকসাম দৌলতগঞ্জ বাজারের সকল ব‍্যবসায়ীদের দোকানপাট খুলতে এবং নির্বিঘ্নে ব‍্যবসা পরিচালনা করতে তারা সকল প্রকার নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। এমন আশ্বাসের ফলে ব‍্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসলে বুধবার থেকে ব‍্যবসা বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করলে ব‍্যবসায়ীরা তাদের দোকানপাট খোলেন।
এদিকে বৃষ্টিতে ভিজে সড়কে এবং বাজারে শৃঙ্খলায় নিয়োজিত ছাত্রদের মাঝে রেইনকোট বিতরণ করেন আওয়ামীলীগ সরকারের আমলে গুম হওয়া লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই যুবদল নেতা গোলাম ফারুক ও হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির।
ছাত্রদের মাঝে রেইনকোট বিতরণকালে এক প্রশ্নের জবাবে
যুবদল নেতা গোলাম ফারুক বলেন, ছাত্ররাই হচ্ছে এদেশের প্রান। ছাত্রদের আন্দোলনে আজ মুক্ত বাংলাদেশ। ট্রাফিক পুলিশের কষ্টসাধ্য যে কাজ, আজ তারা সেটি পালন করছেন। বৃষ্টির মধ‍্যে ছাত্ররা যাতে নিরলসভাবে ও স্বস্তিতে কাজ করতে পারে সেজন‍্য আমরা ব‍্যক্তিগতভাবে ছাত্রদের মাঝে রেইনকোট বিতরণ করেছি। লাকসামের বিভিন্ন স্থানে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ বিষয়ে তিনি বলেন, যারা এসব সহিংসতার সঙ্গে জড়িত তাদের প্রতিহত করা হবে। বিএনপির নাম ভাঙ্গিয়ে একদল দুর্বৃত্ত বিভিন্ন বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে, তাদের কাউকে ছাড় দেয়া হবেনা এবং ভবিষ্যতে এসব কার্যকলাপ করতে দেয়া হবেনা। এজন‍্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ