খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রসন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক দলীয় কার্যালয়ে আজ ৫আগস্ট রোজ বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বদানকারী নেতাগণ করোনাকালীন পরিস্থিতি মাথায় রেখেই অনাড়ম্বর জন্মদিনের কর্মসূচী পালিত হয়।
আয়োজিত কর্মসূচীতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পন করা হয়।