হ্যাপী করিম, মহেশখালী
সারাদেশে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প, মৎস অধিদফতর এর আওতায় মহেশখালী উপজেলার জেলেদের পরিচয়পত্র প্রদান ও মাছ শিকারে ৬৫ দিন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ ই মে বেলা ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তর মহেশখালী আয়োজনে পৌরসভার লামার বাজার ডিজিটাল আইল্যান্ড সামনের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র সভাপতিত্বে জেলেদের স্বীকৃতি স্বরুপ কার্ড বিতরণ করেন.. প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন.. সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন.
মহেশখালী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাফর আলম (মেম্বার), তথ্য সংগ্রহকারী শাহেদ মোহাম্মদ শাকি বিল্লাহ, জাহাঙ্গীর আলম, সরওয়ার কামাল, শ্যামল কান্তি দে, অফিস সহায়ক মিজবাহ উদ্দীন কাইছার’সহ পৌরসভার জেলে ও সামুদ্রিক মৎস্য আহরণকারী জেলেরা অংশ নেন।
অনুষ্ঠানে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধে জেলেদের অবহিত করেন।মহেশখালী উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১৫ হাজার ৮৩২ জন জেলে নিবন্ধন করেছে। এর আজ মধ্যে ৫০ জেলেকে স্মার্ট কার্ড’সহ পর্যায়ক্রমে সকলের ছবিসহ আইডি কার্ড বিতরণ করা হবে জানান উপজেলা মৎস্য অধিদপ্তর মহেশখালী।