• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতির আমন্ত্রণে পার্বত্য উপদেষ্টার আগমন মহালছড়িতে লামায় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরী’র স্মরণে নাগরিক শোক সভা

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি। / ২৫৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

 

হ্যাপী করিম, মহেশখালী

মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী’র নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ ই এপ্রিল (শনিবার) বিকেলে বড় মহেশখালী নতুন বাজার মাঠে নাগরিক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক কমিটির আহবায়ক ও মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর সভাপতিত্বে ও প্রভাষক এহসানুল করিম ও জুয়েলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

স্মরণ সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী স্মারনে স্বাগত বক্তব্য রাখেন.. বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন.. জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাউচার চৌধুরী, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ্‌, চট্টগ্রাম পরিকল্পনা কমিশনের পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আবুল হাসেম, মহেশখালী উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী’র প্রথম পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার লিয়াকত আলী, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, বঙ্গবন্ধু মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসুদ আলম, মহেশখালী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. আবু তালেব, মরহুম আনোয়ার পাশা চৌধুরীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন আনোয়ার চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার চৌধুরী, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মকছুদুল আলম, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দার, মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাঁশি’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা, উপজেলা, স্থানীয় ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁর কর্মজীবনের ভিডিও চিত্র পরিবেশন করেন।

উল্লেখ্য- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী গত ৬ ই এপ্রিল দিবাগত রাত ৫টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা নিবাসী মরহুম হাজী সফর আলী ও মরহুমা আলহাজ্ব মনছুর জাহানের পরিবারে গত ১ ই জানুয়ারী ১৯৪৭ ইং জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ৮৩ বছরের বর্ণাঢ্য জীবনে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একাধীক স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী’র দুই ছেলে, ৬ মেয়ে, অসংখ্য রাজনৈতিক কর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় শোকেরছায়া নেমে এসেছে। তঁর ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ