খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলাতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে হাবিবা মজুমদার সদ্য যোগদান করেছেন। ২৫শে জুলাই (রবিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাব ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহম্মুদ উল্লাহ মারুফ।
উম্মে হাবিবা মজুমদার পূর্বে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ির চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়।
এদিকে রামগড় উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার ২৭ জুলাই(মঙ্গলবার) স্থানীয় সাংবাদিকদের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত কালে তিনি বলেন, ‘এসিল্যান্ড হিসেবে রামগড়েই আমার প্রথম কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রামগড় প্রতিনিধি ও রামগড় উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃনিজাম উদ্দিন,দৈনিক সংগ্রাম পত্রিকার রামগড় প্রতিনিধি শাহাদাত হোসেন( কিরণ), দৈনিক আমাদের অর্থনৈতি পত্রিকার রামগড় প্রতিনিধি মোশারফ হোসেন,দৈনিক জনতারকথা পত্রিকার মোঃমাসুদ রানা ,দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার রামগড় প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম,সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার শাহেদ হোসেন (রানা) রানা,জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার রামগড় প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম,দৈনিক দেশজগত রামগড় প্রতিনিধি মোঃমহিউদ্দীন প্রমুখ।