আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
লাকসাম পৌরসভা ও উপজেলার বাকই দক্ষিণ, কান্দিরপাড় মডেল এবং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের শিশু ও যুব ফোরামের অর্ধবার্ষিকী সাফল্য উদযাপিত হয়েছে।
রবিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এপির আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির ইয়ং প্রফেশনাল ইন্টার্ন ফ্লোরা তিথি চৌধুরী ও চেলসি ভেরোনিকা রেমা উপস্থিত ছিলেন।
শিশু ও যুব ফোরামের চারটি দলের অর্ধবার্ষিকী সাফল্যে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন শিশু ও যুব ফোরাম প্রথম এবং বাকই দক্ষিণ ইউনিয়ন শিশু ও যুব ফোরাম দ্বিতীয় স্থান অর্জন করায় তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে শিশু ও যুব ফোরামের সদস্যরা তাদের গত ছয় মাসের কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা তুলে ধরে বাল্য বিয়ে বন্ধ, মাদক নির্মূল, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, ঝরে পড়া শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন।