মহেশখালী পৌরশহরে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে।
২১ শে মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে গোরাকঘাটা লামার বাজারে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এসব বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ উপসহকারী অফিসার জাহিদুর ইসলাম।
এতে পৌরসভার ১,৮০৪ জন কার্ডধারী পাচ্ছে ৪৮০ টাকায় প্যাকেজের আওতায় পণ্যের মধ্যে রয়েছে ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। প্রতি পরিবার সর্বোচ্চ ২বার করে পণ্য ক্রয় করতে পারবেন।
টিসিবির পণ্য হাতে পেয়ে কার্ডধারী অনেকে বলেন, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেশি। এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্প মূল্যে তেল, ডাল ও চাল পেয়ে অনেক খুশি। সরকার সব সময় যেন আরো কিছু নিত্য পণ্য যোগ করে এই স্বল্পমূল্যে আমাদের প্রদান করে, সরকারের কাছে এই দাবি জানাই। এই কার্যক্রমটি খুবই জনবান্ধব।
সুবিধাভোগীরা পবিত্র রমজান মাসে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়াকে ধন্যবাদ জানান।