• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মানিকছড়িতে মত বিনিময় সভা

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২০৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিন, আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আবদুল কাদের ও তিনটহরী বাজার কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ‘পবিত্র রমজানের চাহিদাকে পূঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্যবৃদ্ধি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই সকলকে সচেতন থাকতে হবে’। তবে উপজেলার কোন হাট-বাজারে এমন ঘটনা পরিলক্ষিত কিংবা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। মতবিনিময় সভায় মানিকছড়ি বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ